ফাইভার একটি অনলাইন মার্কেটপ্লেস। যেটার মাধ্যমে লক্ষ লক্ষ লোক অর্থ ইনকাম করে অর্থনৈকি ভাবে সাবলম্বী হচ্ছে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারন একটি টিপস, যা আপনার ফাইবারের কাজকে (অনলাইন পেশাকে) দ্রুত গতিতে এগিয়ে নিতে সাহায্য করবে এবং ফাইভারে গিগ ভিডিও, গিগ ডেসক্রিপশন, গিগ টাইটেল তৈরি করতে সহজ মনে হবে।
যাই হোক, টিউনটি লিখতে যদি কোন ভুল ক্রটি হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বেশি কথা না বাড়ীয়ে টিউনটি শুরু করা যাক।
আজকে আমরা তিনটি বিষয় সম্পর্কে জানব। একটি হলো ফাইবার গিগ ভিডিও, গিগ ডেসক্রিপশন এবং গিগ টাইটেল। তো প্রথমে আমি ফাইবার ভিডিও সম্পর্কে আলোচনা করব।
এই পোষ্টের গুরুত্বপূর্ন কিওয়ার্ডগুলি-
fiverr tricks
fiverr tricks 2022
fiverr tricks 2021
fiverr secret tricks
fiverr gig ranking tricks
fiverr tips and tricks 2022
fiverr tips and tricks 2023
fiverr tips bangla
fiverr beginner tips
how to sell your skills on fiverr
fiverr tips and tricks for beginners
fiverr best tricks
how to be successful in fiverr
best skills on fiverr
best skills to sell on fiverr
fiverr gig tips
best fiverr gig tricks
best fiverr gigs for beginners
best fiverr skills
best keyword for fiverr gig
best keywords for fiverr
top 5 gigs on fiverr
fiverr profile tips
try fiverr
Fiverr Tricks
গিগ ভিডিও
ফাইভারে আপনি যে সার্ভিস দেন না কেন, হতে পারে লগো ডিজাইন, হতে পারে ওয়েব ডিজাইন, অথবা অন্য কোন সেক্টর। চেষ্টা করবেন একটা গিগ ভিডিও দিতে। আর সেই জন্য আমি আপনাদের সামনে এই টিউনটি নিয়ে হাজি হয়েছি। মনে রাখবেন, গিগ ভিডিও দিলে 40% সম্ভাবনা আছে আপনার গিগ র্যাংক করার। আর গিগ ভিডিও, সাধারণ গিগ ইমেজ থেকেও ভালো। গিগ র্যাংক করে। যেটা প্রমাণিত সত্য। সুতরাং আপনার গিগির জন্য আপনার সার্ভিস রিলেটেড একটা প্রেজেন্টেশন ভিডিও তৈরি করবেন। গিগ ভিডিও সম্পর্কি কিছু তথ্য:
- আপনার সার্ভিস নিয়ে আপনি এক্সপ্লানেটরী মোশন ভিডিও দিতে পারেন।
- অথবা সার্ভিস সম্পর্কিত একটা প্রফেশনাল এবং ডাইনামিক স্লাইড শো বানাতে পারেন।
- ভিডিও ডিউরেশন ৩০ সেকেন্ড থেকে ৭৫ সেকেন্ড এর মধ্যে হতে হবে এবং ফাইল সাইজ সর্বোচ্চ 50 এমবি থাকবে।
- আরেক জনের অডিও/ভিডিও কপি করবেন না এবং কপিরাইটেড কোন কিছু করবেন না।
- ভিডিও তে কোন পারসেনাল ইনফো ব্যবহার করবেন না।
- ভিডিও এবং অডিও কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে।
- গিগ ভিডিওর সাথে একটি সুন্দর আকর্ষনিয় থাম্বনেইল সেট করে দিবেন। সাধারণ প্রথম বারে গিগ ভিডিও থাম্বনেল সেট করার কোন অপশন আসে না। তবে ২য় বারে থাম্পনেইল সেট করে দিতে পারবেন।
যেহেতু, গিগ ভিডিও র্যাঙ্কিং ফ্যাক্টরের সাথে খুব বেশি জড়িত, তাই সাজেস্ট করব আপনি আপনার গিগে অবশ্যই একটা গিগ ভিডিও দিবেন। আপনি যতি কাজটা না পারেন, তাহলে কোন প্রফেশনাল ভিডিও এডিটরের সাহায্য নিতে পারেন। এতে করে আপনার গিগটা অনেক বেশি প্রফেশনাল হবে, সবাই ইমপ্রেস হবে।
গিগ টাইটেল
একটা গিগ র্যাংক করার ক্ষেতে সবচেয়ে বড় ফ্যাক্ট হল গিগ টাইটেল। বায়ারকে অনেকটা টেনে নিয়ে আসার মূলমন্ত্র হল গিগ টাইটেল এবং গিগ ইমেজ। একটা গিগের মধ্যে সবার আগে যেটা নজরে আসে তাহ হল গিগ ইমেজ এবং গিগ টাইটেল। গিগ র্যাংক করার প্রায় ৪০/৫০ % একক কৃতিত্ব গিগ টাইটেলের। সুতরাং বুঝতেই পারছেন, গিগ টাইটেলের কত বেশি গুরুত্ব রয়েছে। সেই টাইটেল যতি আপনি যথাযথভাবে দিতে না পারেন, তাহলে গিগ র্যাঙ্কিং এ পিছিয়ে পড়বেন। একটি এসইও ফ্রেন্ডলি টাইটেল কিভাবে লিখতে হয় তা পূর্বে স্পষ্ট করে বলা সত্ত্বে অনেকে বইয়ে দেখানো নিয়ম নীতি তোয়াক্কা না করে নিজের মত করে টাইটেল দিয়েছেন। ফলাফল মোটেও ভালো হয় নি। সেক্ষেত্রে অনেকের গিগ বার বার এডিট করতে গিয়েও সমস্যায় পড়তে হয়েছে। সুতরাং অফার ও সার্ভিসের মাধ্যমে ভাগে নিয়ে আসা সহ তিনটি দিক থেকেই গিগ ডেসক্রিপশন খুবই গুরুত্বপূর্ণ।
গিগ ডেসক্রিপশনঃ
একজন বায়ার যখন আপনার প্রফাইল ভিজিট করে, তখন সে অবশ্যই আপনার গিগটা একবার হলেও পড়ে দেখবে। এখন তাকে যতি আপনি ডেসক্রিপশন লেখার মাধ্যমে ধরে রাখতে না পারে, তাহলে কিন্তু বায়ার চলে যাবে। অর্ডার পাবেন না। তো চলুন কীভাবে লিখলে গিগ ডেসক্রিপনশন সুন্দর এবং বায়ারের দৃষ্টি আকর্ষিত হবে।
- প্রথমে বায়ারকে আপনার গিগে গ্রীটিংস / স্বাগত জানাতে হবে। এত করে বায়ারের মনে আপনার প্রতি প্রজিটিভিটি তৈরি হয়।
- আপনার এবং আপনার সার্ভিসের পরিচয় দিবেন।
- এক জায়গায় সব কী ওয়ার্ড ব্যবহার করবেন না। অনেকগুলি কী-ওয়ার্ড একসাথে ব্যবহার করবেন না। এতে করে ভাষার সৌন্দর্য নষ্ট হতে পারে, বায়ারের পড়তে বোরিং লাগবে।
- ডেসক্রিপশনে আপনার নিজের প্রফেশনালজিম সম্পর্কে এবং আপনার সাফির্স ফিচার সম্পর্কে লিখতে ভুলবেন না।
- বিশেশ কোন অফার অথবা বিশেষ একটা সার্ভিস দিয়ে রাখেবেন। এটা অনেকটা বায়ারের প্রলোবন দেখিয়ে অর্ডার হাতিয়ে নেওয়ার মত। যত বেশি অর্ডার, ততবেশি রেঙ্ক।
- ড্রেসক্রিপশনে আপনার ১৫/২০ বছরের অভিজ্ঞতা, অথবা এ কাজে আপনি ১০০ ভাগ গ্যারান্টি দিবেন- এ ধররেন কথা লিখবেন না। কারণ আপনার সম্পর্কে প্রোফাইলের রেটিংস দেখলেই বায়ার বুঝতে পারবে।
- আপনার গিগ প্যাকেজে বিশেষ কোন সুযোগ সুবিধা দিতে চাইলে তা ড্রেসক্রিশপনে দিয়ে দিতে পারেন।
সুতরাং সবদিক সবকিছু বিবেচনা করে সুন্দর একটা ডেসক্রিপশন লিখবেন। নিজেকে এবং সার্ভিসকে যতবেশি সুন্দর করে উপস্থাপন করা যায়।
তো বন্ধু টিউনটি আজকের মত এখানেই সমাপ্ত। যতি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ।
ফেসবুকে যেকোন প্রয়োজনে আমাকে ম্যাসেজ করুন

Entrepreneur, Writer And Author. Also Founder Of Googlebio Organization.